Thursday, May 23, 2013

পিসিতে জিপি দিয়ে “Proxy” সাইট গুলো ব্যবহার না করেও সরাসরি যেকোনো সাইটে ভিজিট করুন


আমরা অনেকেই অনেক দিন যাবত পিসিতে জিপি “MMS Setting” দিয়ে নেট ব্যবহার করছি। এই পদ্ধতিতে ফ্রীতে নেট ব্যবহার করা গেলেও এর মাধ্যমে সব সাইটে সহজে ভিজিট করা যায় না। তাই অনেকে বিভিন্ন সাইটগুলোতে ভিজিট করার জন্য “Proxy” সাইট গুলো ব্যবহার করে থাকেন। আজ আমরা দেখবো কিভাবে “Proxy” সাইট গুলো ব্যবহার না করেও সরাসরি কোনো সাইটে ভিজিট করা যায়(https:// ও লিখতে হবে না)।নিন্মের ধাপগুলো অনুসরণ করুন-
০১. প্রথমে (https://www.torproject.org/download/download-easy.html) থেকে “Tor Browser” টি ডাউনলোড করে নিন।
০২. তারপর ফাইলটি ডেস্কটপ বা যেকোনো জায়গায় “Extract” করে নিন। এবার “Start Tor Browser” এ ক্লিক করে টর ব্রাউজারটি ওপেন করুন।
০৩. এবার “Settings” এ ক্লিক করুন।
০৪. “Network” এ ক্লিক করে, “I use a proxy to access the internet” বাক্স-এ টিক মার্ক দিন এবং “Address” এ লিখুন- 10.128.1.2 আর “Port” এ লিখুন- 8080।সবশেষে “Type” থেকে “HTTP/HTTPS” সিলেক্ট করে “OK” দিন।
০৫. কিছুক্ষণ অপেক্ষা করুন (প্রথমবার ৫-১০ মিনিট বা তার বেশি সময় লাগতে পারে।এরপর আর এত সময় লাগবে না)।
০৬. নেটওয়ার্ক খুজে পাওয়ার পর ব্রাউজারটি নিজ থেকে চালু হবে। এইবার আপনার কাঙ্খিত সাইটের নাম “Address Bar” এ লিখে ভিজিট করুন(https:// ব্যবহার করতে হবে না)।
আবারও বলছি কোনো ভুল থাকলে ক্ষমা করবেন। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাস করুন।

No comments:

Post a Comment