Monday, June 17, 2013

গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেট দিয়ে আবার ভিজিট করুন যেকোন ওয়েবসাইট ফুলস্পিডে, অটো ডিসকানেক্ট সমস্যার সমাধান সহ (আপডেট পোস্ট)


যা যা লাগবেঃ একটি গ্রামীনফোনের সিমকার্ড, একটি পিসি বা ল্যাপটপ ও মডেম
প্রথমে আপনার গ্রামীনফোনের সিমকার্ডটিতে ৩৫ টাকা ফ্লেক্সিলোড করুন এবার p7 টাইপ করে পাঠিয়ে দিন ৫০০০ নাম্বারে , ১৫ দিনের জন্য প্যাকেজ চালু হয়ে যাবে অথবা ১১ টাকায় p10 চালূ করুণ ৭ দিনের জন্য । মনে রাখবেন ঐ সিমে এই ১৫ দিনের জন্য প্যাকেজ চলাকালীন কোন বাড়তি টাকা লোড দিবেন না তাহলে টাকা কেটে নিবে ।
এবার আপনার জিপি মডেম ওপেন করে Tools ক্লিক করুন , এবার Options ক্লিক করুন
FREE net 1
এবার Profile Management ক্লিক করে New ক্লিক করুন ।
FREE NET 2
প্রোফাইল বানান Profile Name দিবেন Gp MMs এবার Static মার্ক করে নিচের মত করে Apn লিখুন gpmms তারপর Access Number *99# দেয়া থাকবে , না দেয়া থাকলে দিয়ে Save ক্লিক করে ওকে ক্লিক করে বের হয়ে আসুন ।
free net 3

এবার আপনার মডেম ওপেন করে Gp Mms দিয়ে Connect করুন ।
free net6

এবার আপনাকে দুটি সফটওয়্যার নিচের লেখায় ক্লিক করে ডাউনলোড করতে হবে,

সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
সিরিয়াল টি পেতে এখানে যোগাযোগ করুন ।
উপরের দিকে নতুন প্রোফাইল বাটনে ক্লিক করুন।

একটি ডায়ালগ বক্স আসবে। এখানে এডড বাটনে ক্লিক করুন।

এখানে এড্রেস বারে লিখুন 10.128.001.002 এবং Port বক্সে লিখুন 8080 , প্রোটোকল HTTPS  নির্বাচন করে OK বেরিয়ে আসুন।

এরপর প্রোগ্রামটি মিনিমাইজ করে অটো ডায়ালার সফট টি ওপেন করুন।

এরপর অটো ডায়ালার সেটিং করতে হবে।


অটো ডায়ালার:
এই সফটওয়্যারটির মাধ্যমে নেট বিচ্ছিন্ন হবার সাথে সাথে আবার অটো কানেক্ট হয়ে যাবে। এজন্য আপনাকে প্রথমে প্রোক্সিমাইজ সফটটি চালু রেখে অটো ডায়ালার চালু রাখতে হবে, মিনিমাইজ করে রাখতে পারেন ব্যবহারের সময়  ।
ব্যাস! এবার আপনার পিসিতে যেকোনো ব্রাউজার দিয়ে নেট ব্রাউজিং করতে থাকুন।
কাজ হলে বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না ও কোন সমস্যা হলে বা ভাল লাগলে কমেন্টস করবেন অবশ্যই ।

Saturday, June 1, 2013

মা-বোনদের উদ্দেশ্যে বলছি- টয়লেট, শপিং সেন্টার, পার্লার প্রভৃতি স্থানের হিডেন ক্যাম (গোপন ভিডিও ক্যামেরা) থেকে নিজেকে রক্ষা করুন!!!! (ছবিসহ দেখেনিন) Tweet


بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيم
আসসালামু আলাইকুম, মহান আল্লাহ-তায়ালার রহমতে নিশ্চই সবাই ভালোই আছেন।
“বিজ্ঞানের আবিষ্কার মানুষের জন্য আর্শিবাদ” একথা অনস্বীকার্য। কিন্তু এক শ্রেণীর চরিত্রহীন লোক এই আর্শিদবাদ মূলক বিজ্ঞানকে ব্যবহার করে আসছে তাদের কুকীর্তি হাসিলের জন্য। আর এর শিকার হচ্ছেন সমাজের সর্বস্তরের মানুষ। তবে ইদানীং কয়েক বছর ধরে মারাত্বকভাবে আমাদের মা-বোনদেরকেও বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার করা যন্ত্রাদি দিয়ে বিব্রত করা হচ্ছে। কথাটা আরো স্পষ্ট করে বলি, যেমন আজকাল কিছু মহিলারা যেভাবে চলাফেরা করে ততে মনে হয় ৮৫% মুসলমানদের এই দেশে এখন ৫% ও মুসলামান নাই! কি? আমার কথাটি কি আপনার অনেক খারাপ লাগল? যদি খারাপ লেগে থাকে তাহলে একটু কষ্ট করে বাংলা দেশের বা ঢাকারই পূর্ণাঙ্গ,সরকারী, বেসরকারী বিশ্ববিদ্যালয় বা শপিং মল অথবা রাস্তা ঘাটের অবস্থা দেখুন একটু খেয়াল করে দেখলেই বা আপনার যদি মোটামুটি একটু ইসলামী পর্দার জ্ঞান থেকে থাকে তাহলেই আপনি স্পষ্টই বুঝতে পারবেন যে মহিলারা কিভাবে চলাফেরা করে থাকে। মুসলিম নিমানুসারে হিজাব তো দূরের কথা তথাকথিত আধুনিক মেয়ের দেখছি ওড়না ছাড়া টাইট জিন্স ও একটি শর্ট গেঞ্জি পরেই রাস্তায় বের হয়। দয়া করে আমার কথায় কেউ রাগ হবেন না। কারণ আমি আমাদের অপসংকৃতির বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্ট করছি। তবে আমার টপিক তা নয়। অনক কথা বলে ফেললাম।
আসলে আমার কথা হচ্ছে আমাদের মা-বোন দের এই রকম চলা ফেরা গুলো শুধুমাত্র সমাজের জন্যই নয় তাদের জন্যও বিশাল ক্ষতি কর। যারা প্রচুর পরিমাণে শপিং মলে ঘুরে বেড়ান তারা যানেন কি? আপনি যে ট্রায়াল রুমে কাপড় বদলাচ্ছেন বা কাপড়ের ফিটিং চেক করছেন, তাতে একটি গোপন ক্যামেরা থাকা খুব অস্বাভাবিক কিছু নয়! আজকাল দেখাযাচ্ছে যে, মোবাইলে-মোবাইলে বা নেটে প্রতিনিয়ত মা-বোনদের ইজ্জত বিনামূলে বা নাম মাত্রমূলে বিক্রয় করা হচ্ছে। আর এই ভিডিও গুলোর অধিকাংশই টয়েলট, পার্লার বা ট্রায়াল রূমের গোপন ক্যামেরা দিয়েই সংগ্রহ করা হচ্ছে! তাই আমি মনে করি মা-বোনদের এসব শপিং মলে একটু কম যাওয়া বা সতর্কতা অবলম্বন করা কি উচিত নয়? আপনি যদি মনে করে থাকেন উচিত না তাহলে এই পোষ্টি আর পড়ার দরকার নেই ব্যাকে যান, আর যদি মনে করেন উচিত তাহলে নিচের অংশটুকু পড়েন……………….
আজকাল চলতে ফিরতে আমাদের নিরাপত্তা বলতে কিছুই নেই আর যতটুকু আছে তা অপ্রতুল।আর তাই বর্তমানে গোপন ক্যামেরা এবং আয়না একটি আতংকের নাম।শপিংমলের টয়লেট থেকে শুরু করে সবখানে এই গোপন ক্যামেরার আতংক। ইন্টারনেটে ঢুকলেই নানান সাইটে দেখা মিলে গোপন ক্যামেরার ভিডিও ও ছবি বা নিউজ।আমাদের মা-বোনদের ইজ্জতের দাম ওদের কাছে হাসির খোরাক।শপিংমলের ড্রেসিং/ট্রায়াল রুমে (যেখানে মেয়েরা কাপড় পাল্টায় বা ফিটিং চেক করে),লেডিস টয়লেটে গোপন ক্যামেরা লাগানো হচ্ছে সবার অজান্তে।কেউ জানেনা এই খবর, কিন্তু সেই ক্যামেরায় ধরা পড়ছে আমাদের অসংখ্য মা-বোন।অল্পকিছু টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে সেসব নগ্ন ভিডিও বা ছবি।
খুব সহজে নির্নয় করা যায় রুমে গোপন ক্যামেরার অস্তিত্ব আছে কিনা। এরজন্য আপনার লাগবে একটা মোবাইল ফোন(সিম এক্টিভ করা) যেখান থেকে কল করা যায়।
এবার ট্রায়াল রুমে(যেখানে কাপড় পাল্টাবেন) ঢুকে আপনার মোবাইল থেকে কাউকে কল দেয়ার চেষ্টা করুন।যদি কল করা যায় ও নেটওয়ার্ক থাকে- তাহলে গোপন ক্যামেরা নাই।আর যদি কল করা না যায় ও নেটওয়ার্ক হঠাৎ করে ডাউন হয়ে যায়- তাহলে অবধারিতভাবে বুঝবেন সেখানে গোপন ক্যামেরা রয়েছে।
গোপন ক্যামেরার সাথে ফাইবার অপটিক্যাল ক্যাবল থাকে।সিগনাল ট্রান্সফার করার সময় এর ইন্টারফিয়ারেন্স হতে থাকে।যার জন্য মোবাইল নেটওয়ার্ক ঐখানে কাজ করে না।এভাবেই আপনি পারেন গোপন ক্যামেরার নোংরামি থেকে বাঁচতে।
শপিংমলের ড্রেসিং/ট্রায়াল রুমে (যেখানে মেয়েরা কাপড় পাল্টায় বা ফিটিং চ্যাক করে) সেখানে যে আয়না থাকে সেটা আসল নাও হতে পারে, এটিও গোপন ক্যামেরার মতই মারাত্মক।আসল আয়নার মাঝে এখন যুক্ত হয়েছে নকল আয়না, যাকে বলা হয় দ্বিমুখী আয়না।এই আয়নায় আপনি আপনার চেহারা দেখতে পারবেন, কিন্তু ভুলেও বুঝতে পারবেন না যে অন্যপাশে একজন আপনাকে দেখছে!
আপনার আঙ্গুল আয়নার উপর রাখুন।যদি আপনার আঙ্গুলের মাথা প্রতিবিম্ব আঙ্গুলের মাথার সাথে না লাগে(মাঝে যদি ফাঁকা থাকে) তাহলে আয়না আসল।
আর যদি আঙ্গুলের মাথা প্রতিবিম্বের মাথার সাথে লেগে যায়, তার মানে আয়না নকল! এটা আসল আয়না না, একটা দ্বিমুখী আয়না- যার অন্যপাশে থেকে আপনাকে দেখা যাবে, কিন্তু আপনি তাকে দেখতে পাবেন না। মানে অন্যপাশে থেকে কেউ আপনাকে দেখছে বা ভিডিও করছে! কারন আসল আয়নার সিলভার প্রলেপ থাকে আয়নার পিছনে, যার জন্য আপনার আঙ্গুল ও প্রতিবিম্বের মাঝে ফাঁকা থাকবে আয়নার পুরুত্বের জন্য।আর নকল আয়নার (দ্বিমুখী) সিলভার প্রলেপ থাকে আয়নার সামনে, যার জন্য আপনার আঙ্গুলের ছাপ আপনার আঙ্গুলের প্রতিবিম্বের সাথে লেগে যাবে কারন মাঝে কোনো বাধা নেই। আরও পরিষ্কার করে বলি-
নিচের ছবিগুলো দেখুন:
চিত্র-১: দ্বিমুখী আয়না (2way Mirror) এই ছবিতে দেখুন আঙ্গুল যখন আয়নায় স্পর্শ করানো হলো তখন কিন্তু আয়নার প্রতিবিম্ব আর বাস্তব আঙ্গুল একত্রে মিশে গিয়েছে আর এটিই হলো দ্বিমুখী আয়নার অন্যতম বৈশিষ্ট্য।
চিত্র-২: প্রক্ষান্তরে একমূখি আয়নায় বৈশিষ্ট্য হল প্রতিবিম্বটা কিছু দূরে পরে। অর্থাৎ দুই আঙ্গুলের মাঝ সামান্য পরিমাণ হলেও ফাক থাকে।
চিত্র-৩:  সাধারণ আয়না আর দ্বিমুখী আয়নার পার্থক্য দেখুন, ছবির প্রথমাংশে আয়নাতে শুধু গাছটিকেই দেখা যাচ্ছে, কিন্তু পিছনে যে একটি মেয়ে আছে তা কিন্তু দেখা যাচ্ছে না।
আর ছবির দ্বিতীয়াংশে আয়নার সামনের গাছটিকে দেখা যাচ্ছে না! দেখা যাচ্ছ গাছের পেছনের মেয়েটিকে।
তাই আসুন নিজেকে ইসলামী মতাদর্শে গড়ে তুলি আর আমরা সবাই সচেতন হই।নিজের দেশের মা-বোনদেরকে রক্ষা করি এই নোংরামির হাত থেকে। আল্লাহ আমাদের সাবাইকে সহযোগীতা করুন। আমিন।

ফ্রি ইন্টারনেট (GPMMS) এর ব্যবহার ও সকল সমস্যার সমাধান । সাথে রয়েছে IDM এর ডিসকানেক্ট সমস্যার সমাধান । (এ টু জেড টিউটেরিয়াল)


আমার মতে গ্রামীফোনের GP MMS সেটিং দিয়ে দুই ভাবে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় । আরো উপায় থাকতে পারে কিন্তু সেটা আমার জানা নাই । আমি যে দুটা উপায় জানি সেই তুটো পদ্ধতি বলি -
পদ্ধতি ১ – Proxy সেটিং করে । আপনি যে ব্রাউজার চালাবেন সেই ব্রাউজারের সেটিং এ গিয়ে প্রক্সি এবং পোর্ট পরিবর্তন করে ফ্রিতে ইন্টারনেট চালানো যায় ।
বর্তমান ফ্রি ইন্টারনেট চালানোর প্রক্সি ও পোর্ট হচ্ছে -
Proxy – 10.128.1.2
Port – 8080
আসুন চিত্রের মাধ্যমে মজিলা ফায়ারফক্সের ফ্রি ইন্টারনেট চালানোর জন্য প্রক্সি এবং পোর্ট সেটিং দেখে নিই -

পদ্ধতি ২ – আমার মতে এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালালো সবচেয়ে সহজ উপায় । আর এটা ঝামেলা বিহীন পদ্ধতি ও বটে । এই পদ্ধতিতে ফ্রিতে ইন্টারনেট চালানোর জন্য আপনাকে প্রথমে নিচে থেকে এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download Proxifier Full Version.
সাথে এই বইটি সংগ্রহে রাখুন কাজে লাগবে । ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে -
Download GPMMS FULL TUTATIAL
সফটওয়্যারটি ডাউনলোড শেষে আপনার পিসি তে ইনস্টল করুন । সিরিয়াল কি ভেতরে পাবেন তাই ফুল ভার্সন করে নিন । এবার সফটওয়্যারটি কে ওপেন করুন । এবার নিচের ছবিটি দেখে সেটিং করে নিন -
আপনি সফটওয়্যারটি ওপেন করে প্রথমে Option এ ক্লিক করুন । এবার দ্বিতীয় ছবিটির মত একটা ডায়ালগ বক্স আসবে সেই ডায়ালগ বক্স Add এ ক্লিক করে -
Adress – 10.128.1.2
Port – 8080
Protocal – HTTPS
সিলেক্ট করে দিবেন । এবার Ok করুন । ব্যাস ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা আপনি নিজে তৈরি করে ফেললেন ।
আপনি তো ফ্রি ইন্টারনেট চালানোর সিস্টেম টা তৈরি করে ফেললেন তাহলে এবার চালাবেন কিভাবে সেটা তো দেখে নিন -
আপনি প্রথমে আপনার মডেম বা ডায়াল আপ কানেকশন সেটিং এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন দিন । এবার Proxifier ওপেন করুন । Proxifier মিনিমাইজ করে রাখুন ।
আপনার ব্রাউজার ওপেন করে আপনার কাঙ্খিত সাইটের নাম লিখে ব্রাউজিং অথবা ডাউনলোড করতে থাকুন ।
বিশেষ দ্রষ্টব্য – আপনি যদি এভাস্ট এন্টিভাইরাসের লেটেস্ট ভার্সন ব্যাবহার করে থাকেন তাহলে ফ্রি ইন্টারনেটের কানেকশন দেওয়ার আগে এভাস্ট ১০ মিনিটের জন্য ডিসএবল করে নিবেন ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
অনেকেই আছেন যারা গ্রামীনফোনের মাধ্যমে ফ্রি তে ইন্টারনেট চালাচ্ছেন । বর্তমানে গ্রামীনফোনের ফ্রি ইন্টারনেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডিসকানেক্ট সমস্যা ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
বার বার ডিসকানেক্ট সমস্যা তাই বলে কি আমরা ফ্রি ইন্টারনেট আর ব্যবহার করতে পারব না । নো টেনশন ডু ফুর্তি । ডিসকানেক্ট সমস্যা তাতে কি যেমন ইন্টারনেট কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে তেমনি এটি অটো ভাবে কানেক্ট হয়ে যাবে । তবে এর জন্য সেটিং করে নিতে হবে ।
আসুন আমরা প্রথমে দেখে নিই আমার Reconnect সফটওয়্যারের ব্যাবহার ছাড়া কিভাবে ডায়াল আপ কানেকশন কে Reconnect করব ।
প্রথমে আপনি আপনার মডেম কানেকশন বা ডায়াল আপ কানেকশনের মাধ্যমে কানেকশন দিন । আপনি দেখবেন ডেস্কটপের টাস্কবারে নতুন আইকন এসেছে । আসুন আইকনটি চিত্রের মাধ্যমে দেখি -

আমি আমার GPMMS ডায়াল আপ কানেকশন কানেকটিং করে আপনাদের দেখালাম । কানেকশন তো দিলাম তবে এবার এটাকে অটো কানেকন্ট করব কিভাবে । আসুন চিত্রটি দেখি -

আপনি এবার টাস্কবারে উপস্তিত আইকনে ডবল ক্লিক করুন । তাহলে দেথতে পারবেন উপরের ছবির মত এসেছে ।
এবার Properties এ ক্লিক করুন । তারপর আপনি Option এ ক্লিক করুন এবং ছবিটির মত সেটিং করে নিন -
Redial Attemps – 3
Time Between Redial Attemps – 1 Second
Idle Time Before Hang Up – Never
আপনি উপরের ঘর গুলোকে ফাকা রাখবেন । এথন আপনাকে এই কাজটি অবশ্যই করতে হবে । কাজটি হল নিচের Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করতে হভে ।
Redial if Line Is Dropped অপশনটাকে অবশ্যই মার্ক করার পর Ok করুন ।
ব্যাস !! এবার দেখুন কানেকশন ডিসকানেক্ট হলে এক সেকেন্ডের মধ্যে আবার কানেক্ট হয়ে যাবে ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
আমরা ফ্রি ইন্টারনেট চালানোর নিয়ম কানুন তো জেনে নিলাম তাহলে এবার জানব আমরা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে (IDM) ফ্রিতে ডাউনলোড করার জন্য ব্যাবহার করব এবং এটাকে অটো কানেকটেড করব ।
…………………………………………………………………………..
…………………………………………………………………………..
ইন্টারনেট ব্যবহারকারিরা জানে যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তাদের জন্য কতটা জরুরি । আমরা এটা জেনে গেছি যে GPMMS এর মাধ্যমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজাররের (IDM) সাহায্যে ফ্রিতে ডাউনলোড করা যায় । এটা ও ঠিক দুইটা উপায়ে করা যায় ।
প্রথম উপায় হল Proxy & Port পরিবর্তন করে । আসুন ছবির মাধ্যমে সেটিং

IDM ওপেন করে Option এ ক্লিক করবেন । এবার Proxy তে ক্লিক করবেন । আর নিচের সেটিং গুলো করবেন ।
Use HTTPS Proxy – 10.128.1.2
Port – 8080
এবার Ok করুন ।
আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে Proxifier ব্যবহার করা । এটা ব্যাবহার করা সবচেয়ে উত্তম । কারণ এ দ্বারা আপনারা সবচেয়ে সহজে ডাউনলোড করতে পারবেন । রিজুম ভাবে ।
ডিসকানেক্ট সমস্যা আসে বিধায় ডাউনলোড করতে গেলে আপনাকে বার বার IDM কানেক্ট করতে হয় । এ সমস্যা সমাধানের উপায় আসুন এবার দেখে নিই ।

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM) ওপেন করুন । এবার Option এ ক্লিক করুন । তারপর ডায়াল আপ এ ক্লিক করুন ।
Use Windows Dial Up Networking মার্ক করবেন ।
Connection – আপনার মডেম কানেকশন এর নাম থাকবে ।
User Name – এর ঘরে নাম দেওয়া না থাকলে আপনার ইচ্ছামত নাম দিন ।
Password – Password দেওয়া না থাকলে ইচ্ছামত নাম দিন ।
Save Password এ মার্ক করবেন । এবার Apply এ ক্লিক করবেন ।
আর অটো রিকান্টে করার জন্য Redial Option এ যান ।
Redial Attemps –3 Second
Time Between Redial Attemps – 1 Second
দিবেন ।
এবার Ok করবেন । আপনার সকল কাজ এবার শেষ হল । এবার আপনি আনন্দের সাথে ডাউনলোড এবং ব্রাউজিং করুন ।