Saturday, May 11, 2013

উচ্চমাধ্যমিক (HSC) ও ইউনিভার্সিটি ভর্তির জন্য প্রয়োজনীয় সব লেকচার শিট ও নোট ও গুরুত্বপূর্ণ পরামর্শ … (আপনাকে আর টাকা খরচ করে কোচিং করতে হবে না )


বই ডাউনলোড না করুন … তারপরও পোষ্টটা
একবার  পড়ুন এর ফলে আপনার ছোট ভাইদের একটা
ভালো পরামর্শ হলেও দিতে পারবেন … আপনার এই একটা পরামর্শ হয়ত তার লাইফ চেইঞ্জ করে
দিবে  ………………
এই বাংলা ই-বুক বা বই গুলো যে কি দরকারি তা শুধু ওপেন করে দেখুন তাহলেই বুঝে
যাবেন
……! 
আপনারকাজে না লাগলেও…. আপনার বন্ধু অথবা ছোট ভাইয়ের ১০০% কাজে
লাগবে…!
নিচের বাংলা বই গুলো কিছু মেগাবাইট খরচ
করে নামিয়ে ফেলুন 
আর দেখুন কি কাজের বই দিলাম.যারা উচ্চমাধ্যমিকে নতুন ভর্তি হবেন তারা হয়ত এখন এই বই গুলোর মুল্য বুঝতে পারবেন
না …
এই বই গুলোর মূল্য বা গুরত্ব বুঝার জন্য আপনাকে আগে কয়েক মাস বিভিন্ন স্যার কাছে ও
কোচিং  সেন্টারে যেতে হবে … তারপর যখন এই
বইগুলোর সাথে আপনার কোচিং সেন্টারের শিটের সাথে  তুলনা করবেন আশা করি তখন বুঝতে পারবেন …
যারা এবার ইউনিভার্সিটি ,বুয়েট ও
মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিবেন তাদের কে বলছিঃ
আপনারা অন্তত এক দুই মাস কোন কোচিং সেন্টারে ভর্তি হবেন না …
আপনাদের জন্য আমার উপদেশ হলোঃ 
 * প্রথমে লাইব্রেরী তে গিয়ে কয়েকটা মডেল টেস্ট গাইড কিনে নিবেন… [আমার জানা মতে
জয়কলি পাবলিকেশনের কিছু মডেল টেস্ট গাইড আছে বাজারে যা মোটামুটি ভালো তা ছাড়া আপনি
অন্যন্য গুলো দেখতে পারেন , এই বইগুলো দাম কিন্তু বেশি না ]  
এর পর আজকে থেকে মডেল টেস্ট দেওয়া শুরু করেন , কোন রকম প্রিপারেশন ছাড়াই পরীক্ষা
দেওয়া শুরু করবেন …
তারপর সেই উত্তর গুল নিজে নিজে কাটবেন , এবং সঠিক উত্তর গুলো লিখে সবগুল শিখবেন
এভাবে প্রতিদিন অন্তত একটা করে মডেল টেস্ট দিতে থাকবেন ।
প্রথম দিকে ভুলের পরিমাণ হয়ত বেশি হবে … তবে চিন্তার কোন কারন নাই ১৫-২০ টা দিবার
পর ভুলের পরিমাণ কমে আসবে এবং আত্তবিশ্বাসের পরিমাণ বাড়তে থাকবে …
* এর পাশাপাশি বিগত সালের ইউনিভার্সিটি ভর্তির সব প্রশ্ন উত্তর শিখে ফেলুন… এইটা
আপনার মডেল টেস্ট জন্য কাজে আসবে …  
* এর পাশাপাশি পুরান বইয়ের দোকান থেকে কয়েকটা গাইড় ও বিভিন্ন রাইটারের বই গুলো
কিনে নিয়ে আসুন …
মডেল টেস্টের পাশাপাশি সেগুলো দাগাই পড়া শুরু করুন …
এক মাসের মধ্যে সবগুল সাবজেক্ট মোটামুটি ভাবে শেষ করার চেষ্টা করুন …
মোট কথা রেজাল্টের আগে বাসায় বসে সবগুলো মডেল টেস্ট ও সবগুলো গাইড় শেষ করে ফেলুন …
এবার আসি আমার এই উপদেশে আপনাদের কাছ থেকে যে প্রশ্ন গুলো আসতে পারে …
১] প্রিপারেশন ছাড়া কিভাবে পরীক্ষা দিব ?
উত্তরঃ আপনি দুই বছর ধরে এই বইগুল পড়েছেন … মোটামুটি ব্যাসিক আপনার আছে
সেই ব্যাসিকের উপর ভিত্তি করে শুরু করতে হবে । তাছাড়া আপনি টেস্ট দিবার পর সেই
প্রশ্ন গুলো আবার শিখছেন এতে করে পরবর্তী মডেল টেস্টের জন্য কিছুটা প্রিপারেশন হয়ে
যাচ্ছে ।
২] এক দুই মাসের মধ্যে কিভাবে সব বই শেষ করব?
উত্তরঃ ভবিষ্যতে রিভিশনের জন্য  প্রথমে
আপনাকে যে কোন একটা বইকে আদর্শ ধরতে হবে ।
 আপনি যখন কোন অধ্যায় পড়বেন তখন তার শুধু
ইম্পরট্যান্ট বিষয় গুলো সেই বইতে দাগাবেন ও শিখবেন এবং পাশাপাশি ঐ  অধ্যায়টা
অন্য লেখকের বই গুলতে কেমন লিখছে ও ভর্তি গাইডে কি দেওয়া আছে তা দেখবেন  যদি সেগুলোতে ব্যতিক্রম ও গুরুত্বপূর্ণ কিছু পান
তাহলে যেই বইটাকে আপনি আদর্শ ধরেছেন সেটাতে আপনি সেগুলো টুকে রাখুন …
 এভাবে প্রতিদিন দুই থেকে তিন অধ্যায় শেষ
করলে আশা করি এক দুই মাসে সব বই শেষ হয়ে যাবার কথা ।

৩] এখন কোচিং করলে সমস্যা কি ?
উত্তরঃ এখন কোচিং করলে আপনি কখনো নিজের মত করে বই শেষ করতে পারবেন না !
তা ছাড়া এখন কোচিং করলে সময় ও অর্থ দুটোই অপচয় হবে …
তাছাড়া নিজে ছোটখাট একটা প্রিপারেশন ছাড়া কোচিং ভর্তি হলে  আপনি হয়ত তাদের সাথে তাল মিলাতে পারবেন না ।
মোটামুটি ভাবে বই শেষ করা ছাড়া  আপনি কখনোই
 বুঝতে পারবেন না আপনার কোন সেক্টরে যাওয়া
উচিত …
আমি প্রাই দেখি খুব আগ্রহ নিয়ে অনেক টাকা দিয়ে মেডিক্যাল কোচিং এ ভর্তি হয়ে গেল
পরে বায়োলজির বিরক্ত কর পড়া দেখে  আর কোচিং
এ যায় না …
সেইম সমস্যা হয় ইঞ্জিনিয়ারিং কোচিং এ ও …
এছাড়া রেজাল্টের আগে ভর্তি হবার ফলে … পরে দেখা গেল আশানুরূপ গ্রেড না আসার জন্য
আপনি সেই সেক্টরে অ্যাপ্লাইও করতে পারছেন না …
মোট কথাঃ কোচিং ভর্তি হবার আগে আপনি বই শেষ করুন তারপর আপনি সিদ্বান্ত নিন আপনি
কোন সেক্টরে যাবেন …
আবেগ আর নাম ফুটানোর জন্য কোচিং ভর্তি হয়ে আপনার লাইফটা নষ্ট করবেন না …
আমার লাইফে আমি অনেক মেধাবী ছেলে দেখেছি … যারা শুধু ভুল সিদ্বান্তের জন্য কোথাও
চান্স পাই নাই …
আশা করি আপনারাও দেখেছেন …          
আমার পরামর্শ যে ১০০% সঠিক তা কিন্তু বলব না , আমার ধারনার মধ্যেও ভুল থাকতে পারে তাই আপনারাও আপনাদের আরো ভালো পরামর্শ বা আইডিইয়া থাকলে কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের নাম সহ পোস্টে আপডেট করে দিব …   
 

উচ্চ মাধ্যমিক / এইচএসসিএররসায়ন সৃজনশীলপ্রশ্ন উত্তরের জন্য লেকচার শিটঃ
এই বইয়ের বৈশিষ্ট্যঃ

  • সৃজনশীল প্রশ্ন উত্তর খুব সহজে উত্তর দিবার জন্য
    টেকনিক্যালি সাজানো হয়েছে

  • এখানে পাঠ্য বইয়েরপ্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের তথ্য-উপাত্ত একত্রিত করে পড়ার জন্য
    সুবিধাজনকভাবে সজ্জিত করা হয়েছে।

  • এই বই গুলোতে শুধুমাত্র গুরুত্বপূর্ন তথ্য গুলো
    দেওয়া আছে

  • গুরত্বপূর্ন সুত্র ও তথ্য মনে রাখার জন্য কিছু
    টেকনিক ও ফর্মুলা
    দেওয়া হয়েছে …

Intermediate Chemistry Part -01.pdf

Size: - 12.92 MB
Download link:

No comments:

Post a Comment