Tuesday, May 21, 2013

দেখে নিন নতুন একটি ওয়েবসাইট যা বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মডেল টেস্ট দেওয়ার জন্য অনেক উপকারে আসবে


বিছমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের কাছাকাছি পৌঁছে দিতে প্রবর্তিত হয়েছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষায় ভালো করার উপায় হলো পাঠ্য বইয়ের পড়াগুলো ভালোভাবে অনুধাবন করে পড়া এবং প্রচুর অনুশীলন। একটি অধ্যায় কিংবা কয়েকটি অধ্যায় পড়া শেষে যেন একজন শিক্ষার্থী পর্যাপ্ত অনুশীলন করতে পারে এবং সেই সাথে নিজের প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করতে পারে, সে উদ্দেশ্যেই srijonshil.com অনলাইন সেলফ অ্যাসেসমেন্ট সার্ভিসটি চালু করা হয়েছে।
এখানে শিক্ষার্থীরা সারা বছর জুড়ে ঘরে বসেই তাদের সুবিধামত সময়ে স্কুলের সিলেবাস অনুযায়ী অধ্যায়ভিত্তিক ও টার্মভিত্তিক যত খুশি তত পরীক্ষা দিতে পারবে। এছাড়া, এই সাইটটিতে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয়ের উপর অডিও ভিজুয়্যাল টিউটোরিয়্যাল দেয়া আছে। এগুলো শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের কঠিন বিষয়গুলো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। সর্বোপরি, সম্মানিত শিক্ষকবৃন্দের জন্য থাকছে সৃজনশীল পদ্ধতি সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভিডিও ক্লিপ।শিক্ষার সম অধিকার নিশ্চিত করতে srijonshil.com সাইটটিতে বিনামূল্যে ব্যবহারের জন্য সর্বস্তরের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দের জন্য উন্মুক্ত। Srijonshil.com সাইটটি প্রাথমিকভাবে বিভিন্ন ক্লাসের কিছু বিষয় দিয়ে শুরু করা হলো। প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন বিষয় এখানে যোগ করা হচ্ছে। আশা করি, খুব শীঘ্রই শিক্ষার্থীরা তাদের পছন্দমত যেকোন বিষয়ের উপর পরীক্ষা দিতে পারবে। এছাড়া, এই সাইটটিতে আরো কিছু মজার feature খুব দ্রুত যোগ করা হবে। তাই প্রতিদিন চোখ রাখুন srijonshil.com সাইটে, আর নিজেকে করে তুলুন অপ্রতিদ্বন্দ্বী। সাইটটিতে আরো রয়েছে পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়ভিত্তিক অডিও ভিজ্যুয়াল টিউটেরিয়াল এবং বিশ্ববিদ্যালয় ভর্তি ও বিসিএস পরীক্ষার জন্য মডেল টেস্ট দেওয়ার সুযোগ। এখানে লেখাপড়ার সহায়ক হিসাবে সব ধরনের টিউটেরিয়াল,  মডেল টেস্ট, বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড, সাজেশন এবং আরো অনেক কিছু পাওয়া যাবে ! তাহলে আর দেরি কেন ঘুরে আসু্ন এই সাইট থেকে !  আর ভাল লাগলে কিন্তু অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না

No comments:

Post a Comment