Thursday, May 23, 2013

ভোট দিমু না। লাভের টাকা তারাও ভোগ করে। সব্বাই সেরা দূর্নীতি বাজ, অপারেটরদের হিসাব দেখেন


অনেকে প্রশ্ন করছেন, ৪৮০০ টাকায় ১এমবিপিএস কিনে অপারেটরগুলো ৫০ থেকে ১০০ টাকায় ১জিবি কিভবে দিবে? এমন দাবী কি যৌক্তিক? তাই, কয়েকটা হিসেব কষে বিষয়টা পরিস্কার করা প্রয়োজন।
১ মেগাবিট প্রতি সেকেন্ড × ৩০ দিন × ২৪ ঘন্টা × ৬০ মিনিট × ৬০ সেকেন্ড
= ২৫৯২০০০ মেগাবিট
= ২৫৯২ গিগাবিট
যেহেতু, ৮ বিট = এক বাইট,
২৫৯২ গিগাবিট ÷ ৮ = ৩২৪ গিগাবাইট
অর্থাৎ, অপারেটরগুলো প্রতি ১ এমবিপিএস ডেডিকেটেড চ্যানেল থেকে সর্বোচ্চ ২৫৯২ গিগাবিট বা ৩২৪ গিগাবাইট ডাটা ড্র করতে পরে। এবং, বড় অপারেটর মাত্রই এর সম্পূর্ণ বা অধিকাংশই ড্র করতে সক্ষম হয়।এ হিসেবে প্রতি গিগাবাইটের ক্রয় মূল্য পড়ে ১৪.৮১ টাকা:
৪৮০০ টাকা ÷ ৩২৪ জিবি = ১৪.৮১ টাকা (ক্রয়: প্রতি জিবি)
৩০০ টাকা - ১৪.৮১ টাকা = ২৮৫.১৯ টাকা (মুনাফা: প্রতি জিবি)
২৮৫.১৯ টাকা / ১৪.৮১ টাকা = ১৯.২৫ বা ১৯২৫% (মুনাফা হার)
অর্থাৎ, প্রতি জিবি প্রায় ১৫ টাকায় ক্রয় করে অপারেটরগুলো ২৫০ টাকা থেকে ৩৫০ টাকায় বিক্রয় করে থাকে। এতে মুনাফা থাকে ১৯২৫%।
অন্যদিক থেকে হিসেব করলে, এই ৩২৪ গিগাবাইট ডাটা অপারেটারগুলো কিনে থাকে ৪৮০০ টাকায়, আর গ্রাহকদের কাছে গড়ে ৩০০ টাকায় ১ জিবি হারে বিক্রয় করে প্রায় ৯৭২০০ টাকায়। এতেও তাদের সর্বোচ্চ লাভের হার ১৯২৫% থাকে:
৩২৪ জিবি × ৩০০ টাকা (গড়ে) = ৯৭২০০ টাকা (বিক্রয়: প্রতি এমবিপিএস)
৯৭২০০ টাকা - ৪৮০০ টাকা = ৯২৪০০ টাকা (মুনাফা: প্রতি এমবিপিএস)
৯২৪০০ টাকা ÷ ৪৮০০ টাকা = ১৯.২৫ গুন বা ১৯২৫% (মুনাফা হার)

No comments:

Post a Comment